বাগদা হাসপাতাল কত্তৃপক্ষের বিরুদ্ধে জনসাস্থ্যের পরিপন্থি কার্য্যকলাপের অভিযোগ
হট রিপোর্ট বাগদা ঃ-
উঃ ২৪পরগনা জেলার বাগদা হাসপাতাল কত্তৃপক্ষের বিরুদ্ধে জনসাস্থ্যের পরিপন্থি কার্য্যকলাপের অভিযোগ পাওয়া গেছে৷ বাগদা ব্লকের সচেতন জনমানুষের একাংশ বাগদা বিডিও সাহেবা কে এক লিখিত অভিযোগে জানিয়েছেন, বাগদা গ্রামীন হাসপাতালের B.M.H.O সীমাহীন দুর্নিতির সাথে জড়িয়ে পড়েছেন৷ তিনি হাসপাতালে ঠিকমত নিজের ডিউটি পর্যন্ত করেন না৷ হাসপাতালের মাতৃযান সংক্রান্ত দুর্নিতিতে তিনি হাজার হাজার সরকারী টাকা তছরুপ করছেন৷ হাসপাতালে সরকারী অফিস গাড়ী থাকার সত্ত্বেও সরকারী অর্থে বে-সরকারী গাড়ী ব্যবহার করছেন৷ সরকারী ভর্তুকিতে রোগীদের এ্যাম্বুলেন্স পরিসেবার সুযোগ থাকার সত্ত্বেও বেশী টাকা খরচ করে সুকৌশলে রোগীদের অন্য গাড়ী নিতে বাধ্য করছে বাগদা গ্রামীন হাসপাতালের B.M.H.O৷ নেপথ্য কারনে সরকারী অক্সিজেন বে-সরকারী এ্যাম্বুলেন্সে দেওয়া হচ্ছে অথচ সরকারী এ্যাম্বুলেন্সে দেওয়া হচ্ছে না৷ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বাগদা গ্রামীন হাসপাতালের B.M.H.O নিজের বাবার নামে একটা বে-সরকারী গাড়ী হাসপাতালের কাজে খাটাচ্ছে৷ এ অবস্থার প্রতিকারের জন্য ২১১ জন স্বাক্ষরিত এক অভিযোগ পত্র বাগদার বিডিও সাহেবা শ্রীমতী মানবিকা খাটুয়াকে দেওয়া হয়েছে এবং অনুলিপি সদয় অবগতির জন্য বাগদা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি, A.C.M.O.H বনগাঁ, C.M.O.H বারসাত, D.M উঃ ২৪ পরগনা, S.D.O বনগাঁ ও C.M পশ্চিম বঙ্গ সরকার বরাবরে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷
