বাসের চাকায় পিষ্ঠ মহিলা অগ্নি সংযোগ

হট রিপোর্ট বাগদা ঃ-
গত ৫ই জানুয়ারী বাগদার আষাঢ়ু-আমডোব রোডের গাঙ্গুলিয়া মোড়ের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ জানা গেছে মোটরসাইকেল যোগে জামিরুল দফাদার স্ব-স্ত্রীক একজন মৃত্যু পথযাত্রী রোগীকে দেখতে বনগাঁ অভিমুখে যাওয়ার সময় গাঙ্গুলিয়া মোড়ের কাছাকাছি জায়গায় মোটরসাইকেল পিছন থেকে তার স্ত্রী আমেনা দফাদার(৪০)রাস্তার উপর পড়ে যায়৷ ঠিক ওই সময় বনগাঁ গাঙ্গুলিয়া রুটের বাসও পিছন পিছন আসছিল বাস এবং মোটরসাইকেলের খুবই কাছাকাছি এসে পড়েছিল সেকারনে বাসের চালকের পক্ষে গতি নিয়ন্ত্রন করে দুর্ঘটনা রোধ করা সম্ভব ছিল না৷ বাস দুর্ঘটনাই ঘটনাস্থলেই মহিলার মৃত্যুর খবর পেয়ে শতশত গ্রামবাসী গাঙ্গুলিয়া মোড়ের কাছে ছুটে আসে এবং তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে বাসটিকে ঠেলে নিকটস্ত সরষে ক্ষেতে এনে বাসে আগুন ধরিয়ে দেয়৷ বাসের চলক, কন্ট্রাকটর, ও খালাসী পালাতক৷ দমকলের দু’টি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়৷ এ ব্যাপারে বাগদা থানায় মামলা হয়েছে৷ দুর্ঘটনার কারন সমন্ধে স্থানীয় জনগন জানিয়েছেন বেহাল রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই আজ অকালে একটা প্রান গেল, ভবিষ্যতে এর প্রতিকার নাহলে আরো কত জনের জীবন দিয়ে এর মাষুল দিতে হবে৷
