বি,এস,এফদের পরিচালনায় ৩ দিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠান, বসে আঁকো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতা৷

16/04/2016 20:02

হট নিউজ, বাগদা- কুলিয়া ডি,সি,এম এ্যাথলেটিক্স তাই-কম্বো ট্রেনিং সেন্টারের সদস্য সদস্যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে বি,এস,এফের ১নং ব্যাটেলিয়নের অধীন রনঘাট ক্যাম্পের বি,এস,এফদের পরিচালনায় অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠান, বসে আঁকো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতা৷ উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে শুভ উদ্বোধন করেন এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক ও উঃ ২৪ পরগনা জেলার অন্যতম বয়স্ক ক্রীড়া সংগঠক তারাপদ সমাদ্দার ও রনঘাট বি,এস,এফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এ,সি নরেন্দ্র সিং৷ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শংসা পত্র বিতরণ করেন বি,এস,এফের ১নং ব্যাটেলিয়নের সি,ও বার্জেন্দ্র্র সিং৷ শিশু বিভাগের অঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও শংসা পত্র বিতরণ করেন বি,এস,এফের ১নং ব্যাটেলিয়নের ইনেসপেক্টর জে,এন সাকিয়া৷ অনুষ্ঠানটিতে বি,এস,এফদের সঙ্গে সার্ব্বিক সহযোগীতা করেন কুলিয়া ডি,সি,এম এ্যাথলেটিক্স তাই-কম্বো ট্রেনিং সেন্টারের ট্রেনার জহিরুল ইসলাম ও সুমন সরকার৷