বিএসএফ এবং বিজিবি এর প্রীতি ভলিবল টুর্ণামেন্ট বাগদার রণঘাটে ৷

30/01/2016 22:53

হট নিউজ, বাগদা-  সীমান্তে দুই বাংলার মধ্যে শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে বাগদা ব্লকের রণঘাট বিএসএফ ক্যাম্পের সামনে কুলিয়ার ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের মাঠে মহা-সমারোহে অনুষ্ঠিত হলো বিএসএফ ও বিজিবির প্রীতি ভলিবল টুর্ণামেন্ট৷ গত ৩০শে জানুয়ারী দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ স্থানীয় নৃত্য শিল্পী সুস্মিতা মন্ডল সহ কয়েক জন বালিকার অ-সামান্য নৃত্য ও হেলেঞ্চার ডান্স গ্রুপ ‘দিশার’ মেয়েদের নৃত্য এক নতুন মাত্রা যোগ করে৷ বিএসএফ ও বিজিবির এই প্রীতি ভলিবল টুর্ণামেন্টটি এক সময়ে দুই বাংলার মিলন মেলায় পরিনত পরিনত হয়৷ অসংখ্য বিএসএফ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত আনন্দ-ঘন অসাধারণ টুর্ণামেন্টে বিজিবির টিম বিএসএফের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেন৷ রানার্সআপ ট্রফি পান বিএসএফ টিম৷ বিজিবির টিমের ক্যাপ্টেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএসএফের ১নং ব্যাটলিয়নের সি.ও বার্জেন্দ্র সিং এবং বিএসএফের টিমের ক্যাপ্টেনের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন বিজিবির ২৬নং ব্যাটলিয়নের ডাইরেক্টর জেনারেল লিয়াকত আলী৷ অনুষ্ঠানে অংশগ্রহনকারী নৃত্য শিল্পীগন ও টুর্ণামেন্ট সহযোগীদেরকেও পুরস্কৃত করা হয়৷ বিএসএফের ১নং ব্যাটলিয়নের সি.ও বার্জেন্দ্র সিংয়ের নির্দেশনায় বিএসএফের ১নং ব্যাটলিয়নের টু.আই.সি এন.এস রূটলা, ডি.সি এন.পি.সি সহ একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সু-যোগ্য তত্ত্ববধানে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে৷ সেই সাথে বিজিবির ২৬নং ব্যাটলিয়নের ডাইরেক্টর জেনারেল লিয়াকত আলী, এ্যাসিষ্টেন্ট ডাইরেক্টর আবুল মনসুর আহমদ, সি.ও জাহাঙ্গীর হোসেনের উজ্জ্বল উপস্থিতি প্রীতি ভলিবল টুর্ণামেন্টটিকে রীতিমত সমৃদ্ধ করে ৷