বিজেপির দলীয় বনভোজনে মাতলো খাসপাড়ার আদিবাসীদের একাংশ।

17/01/2020 14:35

হট রিপোর্ট : বাগদা,  বিজেপির ১নং মণ্ডলের অন্তর্গত বিডিও খাস পাড়ায় আদিবাসী বিজেপি নেতা কর্মী ও বিজেপি সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল এক দলীয় বনভোজনের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে বিজেপির দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বিজেপির বর্ষিয়ান নেতৃত্ব তারাপদ মন্ডল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির বর্ষিয়ান আদিবাসী নেতৃত্ব অবিনাশ সর্দার, বিজেপির আঞ্চলিক নেতৃত্ব দিবাকর মন্ডল, বিদ্যধর বৈদ্য, কল্যাণ বসাক, প্রদীপ সাহা, সংখ্যালঘু মোর্চার ১নং মন্ডল সভাপতি সঞ্জীব পারভেজ প্রমূখ। বক্তাগন তাদের বক্তব্য প্রদান কালে এনআরসি, সিএবি এনপিআর ইত্যাদির সুফল সমন্ধে বিস্তারিত আলোচনা করেন এবং এটা বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে আদিবাসী বিজেপি নেতা কর্মী সমর্থক ও ১নং মণ্ডলের নেতৃত্ব একত্রে আনন্দ সহকারে বনভোজনে মাতেন।