বিজেপির নির্বচনী কর্মী সভা বাগদায়

08/04/2014 21:07

হট রিপোর্ট(বাগদা)ঃ-

            বাগদার মিলন সংঘ মাঠে গত ২রা এপ্রিল বিকালে বিজেপির এক নির্বচনী কর্মী সভা অনুষ্ঠিত৷ উক্ত কর্মী সভায় স্থানীয় বিজেপির ৩/৪ শত নেতা কর্মীসহ বনগাঁ বিধান সভার বিজেপির লোকসভা প্রার্থী কে ডি বিশ্বাস উপস্থিত ছিলেন৷ সভা শেষে সন্ধ্যায় কর্মী সমর্থকদের মিছিলে পা মেলান প্রার্থী কে ডি বিশ্বাস৷

           উল্লেখ্য, বাগদাতে বিজেপির সংগঠন তুলনা মূলক ভাবে দুর্বল হলেও কে ডি বিশ্বাসের কর্মী সভা প্রচুর জন সমাগম ঘটতে দেখা গেছে৷ বিশেষ করে মতুয়াদের একাংশ তাদের গুরু ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে পারেনি অপর দিকে বাগদাতে তৃনমুল কংগ্রেসের দু’গ্রুপের ঠেলাঠেলির কারনে দলের কর্মীদের একটা অংশ বিজেপি কে সমর্থন করতে শুরু করেছে৷