বিজ্ঞান ভিত্তিক সুদৃশ্য চুলা

হট রিপোর্ট বাগদা ঃ-
অবিশ্বাস্য হলেও সত্য যে রান্নার চুলা দেখতে মহিলাদের ভীড় জমছে বাগদা থানার নোনচাপোঁতার স্কুলশিক্ষক, বিশিষ্ট চিত্র ও সঙ্গীত শিল্পী শৈলেন সরকারের বাড়িতে৷ সাধারণত মহিলারা রান্নার জন্য যে ধরনের চুলা ব্যাবহার করেন এই চুলাটি একটু ব্যাতিক্রমী, বিজ্ঞানসম্মত৷ শিল্পী পত্নী নমিতা সরকারের সমস্ত শিল্প-প্রতিভা নিংড়ে তৈরী করা চুলাটিতে জ্বালানী্ খরচা স্বাভাবিক চুলা থেকে অর্ধেকেরও কম এবং ধোঁয়া হীন৷ যদিও এধরনের চুলা এলাকায় নতুন নয় কিন্তু শৈলেন বাবুর স্ত্রীর বানানো চুলাটি দেখতে যেমন সুন্দর কাজের দিক দিয়েও ঠিক তেমনি৷
জানাগেছে, নিখুঁত এই বিজ্ঞানসম্মত চুলাটি তৈরীতে গৃহবধু নমিতা সরকারকে সহযোগীতা করেছেন তাঁর গুনমুগ্ধো স্বামী শিল্পী শৈলেন সরকার৷ এখানে বিশেষ ভাবে উল্লেখ্য নিখুঁত ভাবে চুলাটি তৈরী করতে কি কি জিনিষ পত্র, কি ধরণের মাটি এবং তা কিভাবে ব্যাবহার করা হয়েছে তা বার বার নিরলস ভাবে চুলা দর্শানার্থীদের বোঁঝাতে মোটেও বিরক্ত হচ্ছেনা শিক্ষক ও শিল্পী দম্পতি৷
#
