বিডিও অফিসের মুখ্য গাড়ীচালক কে খুনের চেষ্টার অভিযোগ

03/02/2014 20:19

হট রিপোর্ট বাগদা ঃ-

         উঃ ২৪পরগনা জেলার বাগদাতে তৃণমুল যুব কংগ্রেসের ব্লক নেতার বিরুদ্ধে বাগদা বিডিও অফিসের মুখ্য গাড়ীচালক কে খুনের চেষ্টার অভিযোগ উঠলো৷ জানা গেছে গত ৩০শে জানুয়ারী রাত ৮টার দিকে তৃণমুল যুব কংগ্রেসের বাগদা ব্লক সভাপতি তুলসী বিশ্বাস, সহঃসভাপতি বিষ্ণু বিশ্বাস, সম্পাদক সজ্ঞিত সর্দার ও দীপক বিশ্বাস ব্রীগেডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনসভা থেকে ফেরার সময় কলমবাগানের নিকট বনগাঁ অভিমুখী বিডিও ষ্টাফের জিপগাড়ী এবং তৃণমুল যুব কংগ্রেসের বাগদা ব্লক সভাপতি তুলসী বিশ্বাসের টাটাসুমো প্রায় মুখোমুখি ধাক্কা লাগার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়৷ ওই সময় মদ্যপ তুলসী বিশ্বাস গাড়ী ঘুরিয়ে গাঁড়াপোঁতা বাজারের কাছে এসে বিডিও ষ্টাফের জিপগাড়ীটি আটকিয়ে চালককে টেনে বেরকরে মারধর করে এবং মাফলার গলায় পেচিয়ে শ্বাসরোধ করারও চেষ্টা করেন বলে বিডিওর জিপগাড়ীর চালক জগন্নাথ দের অভিযোগ৷ তিনি আরো বলেন, ওই সময় বিডিওর কয়েক জন আধিকারিক এবং স্থানীয় কয়েক জন পথচারী এসে না ঠেকালে শ্বাসবন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারতো, সেই সাথে প্রমান স্বরুপ তিনি গলায় আঘাতের চিহ্ন ও ডাক্তারী সনদ পত্র দেখান৷

         অপর দিকে এই মামলা সংক্রান্ত ব্যাপারে বাগদা তৃণমুল যুব কংগ্রেসের ব্লক সভাপতি তুলসী বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ব্রীগেডের জনসভা থেকে তিনি ফিরছিলেন সঙ্গে দু’জন শিক্ষকও ছিলেন সুতরাং মদ্যপানের কোন প্রশ্নই ওঠেনা বরং বিডিও অফিসের কয়েকজন আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন৷ উক্ত আধিকারিকগন ফিরেযাবার পথে জোকার আমতলায় গাড়ী থামিয়ে নিয়মিত মদ্যপান করেন বলে পাল্টা অভিযোগ করেন তুলসী বাবু৷ তুলসী বাবু আরো বলেন বাগদা বিডিও অফিসের মুখ্য গাড়ীচালক জগন্নাথ দে বরাবরই বেপরোয়া গাড়ী চালায় এবং কিছুদিন পুর্বে বাগানগাঁয়ের নিকটে গত দিনের মতই তাঁর গাড়ীর সাথে ধাক্কা দেবার চেষ্টা করেছিলেন সেদিনও তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন৷

          এ ব্যাপারে বাগদার বিডিও সাহেবা শ্রীমতী মালবিকা খাটুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মদ্যপ অবস্থায় একজন বিডিও অফিসের মুখ্য গাড়ীচালক কে রাস্তার মাঝে মারধর করার ঘটনাটি দুঃখ জনক৷ আইনি পদক্ষেপ নিয়েছেন, পুলিশ আসামী গ্রেফতার না-করলে, আইনসঙ্গত না হলেও বিডিও অফিসের সকল আধিকারিক কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন বলেও তিনি জানান৷ বিডিও সাহেবা আরো বলেন লোকাল এম.এল.এ সাহেব কে বলেছেন, উত্তরে তিনি বলেছেন, ‘অন্যায়কারী শাস্তি পাবে’৷“আইন আইনের পথেই চলবে”৷