বিদ্যুৎ অফিসে তালা লাগিয়ে অফিস কর্মচারীদের আটকে দিয়ে বিক্ষোভ বাগদায়৷





হট রিপোর্ট, বাগদা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা এস. সাধুখাঁর বিরুদ্ধে সীমাহীন দুর্নিতি, দালালের মাধ্যমে ঘুষ গ্রহন করে অবৈধ সংযোগ প্রদান, পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে চাষী সহ সাধারণ মানুষের হয়রানি, ঘুষ ছাড়া নতুন সংযোগ না দেওয়া, বি.পি.এল তালিকা ভুক্তদের হাজার হাজার টাকার অবৈধ বিল দিতে বাধ্য করার অপরাধে গত ৩রা এপ্রিল সাড়ে বারটার দিকে হঠাৎই বাগদার মানুষ উক্ত অফিসারের বদলির দাবীতে গর্জে ওঠে দলে দলে এসে বিদ্যুৎ অফিসের সামনের গেটে তালা লাগিয়ে অফিস কর্মচারীদের আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রায় ৫/৬ ঘন্টা তালাবন্ধ অবস্থায় অফিসের ভিতর আটক থাকার পরও এস.এস সাহেব অফিসের ষ্টাফদের মুক্ত করতে অফিসে আাসেননি পরে বাগদা বিদ্যুৎ অফিসের এসিষ্টেন ইঞ্জিনিয়ার লালু বাবু ও বাগদা থানার সেকেন্ড অফিসারের প্রচেষ্টায় আগামী বুধবার বিকাল ৩টায় উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বসার আশ্বাসে অবরোধ ওঠে৷ বাগদাবাসীর এই অবরোধের সাথে একাত্ততা প্রকাশ করে বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদার, বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য মদন উকিল ও শিক্ষিকা মাধুরী সরকার বলেন, বাগদা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা এস. সাধুখাঁ একজন রক্ত শোষক অফিসে পোষা দালালদের মাধ্যমে টাকা না পেলে উনি কোন কাজই করেন না, অফিসের গাড়ীতে উঁনি বনগাঁ যাতায়াত করেন, সময় মত অফিসে ঢোকেন না, ওনার ব্যবহারেও সাধারণ মানুষ অতিষ্ঠ৷ ওঁনার সাথে কথা বলতে গেলে সিকিউরিটি দিয়ে তাকে বের করে দেন৷ এমনকি উঁনি কোন জনপ্রতিনিধির সঙ্গে আলাপ করা বা তাঁদের কোন প্রকার অনুরোধও রাখেন না বলে উক্ত ব্যাক্তিরা জানান৷
