বিধায়ক দুলাল বরের উন্নয়ন মূলক কাজের তালিকা প্রকাশ।
14/12/2019 20:09
হট নিউজ : বাগদা, বাগদা বিধানসভার মানুষকে দেওয়া কথা রক্ষা করতে বিধায়ক তহবিলের টাকা ছাড়াও বিভিন্ন এমপিদের কাছ থেকে ভিক্ষা করা ৫৫ লক্ষ টাকায় একাধিক এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছি। যার মধ্যে প্রদীপ ভট্টাচার্য দিয়েছেন ৩৫ লক্ষ, যা দিয়ে ৭টা সজল ধারা, মুকুল রায় দিয়েছেন ১০লক্ষ যা দিয়ে সজল ধারা ও ভারত সেবাশ্রম সংঘের বাচ্চাদের জন্য কেনা হয়েছে কম্পিউটার। এমপি অভিষেক মনু সিং এর ১০ লক্ষ টাকায় করা হয়েছে দুটো সজল ধারা, এমপি কুনাল ঘোষের দেওয়া ৩০ লক্ষ টাকা পেয়েও অদৃশ্য হাতের ইশারায় পেয়েও তা বেহাত হয়ে গেছে। এই ৩০ লক্ষ টাকা পেলে তিনি আরও অনেক কাজ করতে পারতেন বলে অত্যন্ত আক্ষেপের সাথে কথাগুলো বললেন বাগদার বিধায়ক দুলাল চন্দ্র বর।
হট নিউজ : বাগদা, বাগদা বিধানসভার মানুষকে দেওয়া কথা রক্ষা করতে বিধায়ক তহবিলের টাকা ছাড়াও বিভিন্ন এমপিদের কাছ থেকে ভিক্ষা করা ৫৫ লক্ষ টাকায় একাধিক এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছি। যার মধ্যে প্রদীপ ভট্টাচার্য দিয়েছেন ৩৫ লক্ষ, যা দিয়ে ৭টা সজল ধারা, মুকুল রায় দিয়েছেন ১০লক্ষ যা দিয়ে সজল ধারা ও ভারত সেবাশ্রম সংঘের বাচ্চাদের জন্য কেনা হয়েছে কম্পিউটার। এমপি অভিষেক মনু সিং এর ১০ লক্ষ টাকায় করা হয়েছে দুটো সজল ধারা, এমপি কুনাল ঘোষের দেওয়া ৩০ লক্ষ টাকা পেয়েও অদৃশ্য হাতের ইশারায় পেয়েও তা বেহাত হয়ে গেছে। এই ৩০ লক্ষ টাকা পেলে তিনি আরও অনেক কাজ করতে পারতেন বলে অত্যন্ত আক্ষেপের সাথে কথাগুলো বললেন বাগদার বিধায়ক দুলাল চন্দ্র বর।
এছাড়াও তিনি এমএলএ ল্যাডের টাকায় তাঁর বিধানসভা এলাকায় সজল ধারা, ঢালাই রাস্তা ইত্যাদি মিলিয়ে কমবেশি ৫০ হাজার টাকার ৩ টি প্রকল্প, ১ লক্ষ টাকার ২৪ টি প্রকল্প, ২ লক্ষ টাকার ১২ টি প্রকল্প, ৪ লক্ষ টাকার ২২ টি প্রকল্প, ৫ লক্ষ টাকার ১৫ টি প্রকল্প, ৭৫ হাজার টাকার ১১টি প্রকল্প বাস্তবায়ন করেছেন বা কয়েকটা প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
