বিনা পয়সায় দন্ত রোগ চিকিৎসার সু-ব্যাবস্থা বাগদায়

02/12/2015 13:38

হট নিউজ, বাগদাঃ-  গরীবদের জন্য বিনা পয়সায় দন্ত রোগ চিকিৎসার সু-ব্যাবস্থা করে বাগদার সমাজ সেবীদের তালিকায় নাম উঠালেন বাগদার স্বনামধন্য দন্তরোগ বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জেন, ডাঃ অলোক দাস৷ ডাঃ দাসের নিজস্ব বাসভবন পুরাতন হাসপাতালের পিছনে সাগরপুর গ্রামে নির্মিত এই ‘রেনুকা ডেন্টাল ক্লিনিক’ অজস্র অত্যাধুনিক বিদেশী যন্ত্রপাতিতে সেজে উঠলো গরীব দুঃখীদের সেবার কথা মাথায় রেখে৷ প্রতিদিন সকালে শুধুমাত্র এই চেম্বারেই ডাঃ অলোক দাস গরীবদের জন্য বিনা পয়সায় দন্তরোগের চিকিৎসা করবেন৷ এই লক্ষ্যে বেশ ধুমধামের সাথেই গত ১লা ডিসেম্বর সকাল ৯টায় বাগদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চৈতন্য পদ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক দুলাল বর, বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন, ডাঃ সমর মল্লিক, ডাঃ সুধীর সরকার  সহ একাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সম্পুর্ন বিনা পয়সায় চিকিৎসার এই ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন হলো৷ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকাবাসীদের করোতালির এবং মা-বোনেদের শংঙ্খ, উলুধ্বনির মাধ্যমে সর্ব্বজন শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক চৈতন্য পদ বিশ্বাস ফিতে কেটে উক্ত ক্লিনিকের দ্বার উন্মোচন করেন৷ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ দাসের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন,  শিক্ষক চৈতন্য পদ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক দুলাল বর, বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন প্রমূখ৷ ডাঃ অলোক দাস  উদ্বোধনী অনুষ্ঠানে তার পুরনো দিনের স্মৃতি চারন করতে যেয়ে বলেন, দিন মজুর পরিবারের ছেলে তিনি, বহু কষ্টে তাঁর এই ডাক্তার হওয়া, গরীবদের সমস্যার সাথে তাঁর পরিচয় অনেক দিনের, জীবনের অনেকটা সময় সুখ-দুঃখ ভাগাভাগী করে একসাথে পথ চলেছেন এ সকল ভাগ্য বিড়ম্ববিতাদের সাথে, তাইতো তিনি এসকল অবহেলিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “ওগো কষ্টের অঙ্গারে শোধিত নিঃষ্পাপ মানুষ, তোমাদের প্রানঢালা আশির্ব্বাদেই আমার পাঠ্য জীবনের রঙ্গীন স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে ভেঙ্গে খান খান হয়ে যায়নি, আজ আমি বড় ডাক্তার হিসাবে প্রতিষ্ঠা পেয়েছি ঠিকই, কিন্তু আমি অন্যদের মত অধিক উপার্জনের লোভে এই গ্রাম ছেড়ে, তোমাদেরকে ছেড়ে, কোন দিন শহরে চলে যাবনা৷ আমি তোমাদের ছিলাম, এখনো আমি তোমাদেরই আছি, তোমাদের কষ্ট, দুঃখ, সু-চিকিৎসা না পাওয়ার বেদনা আমি বুঝি, তাইতো তোমাদের শোধিত মনের হৃদয় উজাড় করা স্নেহাশির্ব্বাদের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক আনান্দ আর অপার্থিব সুখ প্রাপ্তি লোভ সামলাতে না পেরে তোমাদের স্নেহের ‘অলকের’ এই ক্ষুদ্র প্রয়াস৷ এই অনুষ্ঠান থেকে আমার ঘোষনা, “তোমাদের ভালবাসা আর আশির্ব্বাদ মাথায় নিয়ে আমি আমৃত্যু এই গ্রামেই থাকবো, আমার মৃত্যুর পর পার্শ্ববর্তী চেঙার শ্বশানেই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে আমার মৃতদেহ”৷ আজ থেকে তোমাদের আশির্ব্বাদধন্য এই ‘রেনুকা ডেন্টাল ক্লিনিক’ ধন্য হবে গরীবদের পদধুলিতে, শুনশান নিরবতা ভেঙ্গে একদিন ধ্রুব তাঁরার মত জ্বলে উঠবেই উঠবে রাতের আকাশে৷ তোমাদের প্রানঢালা আশির্ব্বাদেই সমৃদ্ধ হবে, আমার মমতাময়ী মায়ের নামে উৎস্বর্গীকৃত এই ‘রেনুকা ডেন্টাল ক্লিনিক’৷