বিরল প্রজাতির প্রানী গোলবাঘার মৃত্যু বাগদায়

22/10/2014 19:37

হট রিপোর্ট : বাগদা, চিতা বাঘের মত দেখতে এক বিরল প্রজাতির প্রানীর মৃত্যুর খবর পেয়ে বাগদার বিভিন্ন এলাকা থেকে বাঁধভাঙ্গা জোয়ারের মত অগনিত লোক গত ২২শে অক্টোবর সকাল থেকে বাগদার নৃসিংহখোলা মাঠের তালতলায় ভীড় জমাতে থাকে৷ এলাকার বয়স্করা জানালেন, প্রানীটির নাম গোলবাঘা, দেখতে চিতা বাঘের মতই তবে লেজটা চিতা বাঘের বা বন-বিড়ালের থেকে অনেকটা ছোট আর চোখ দুটো বেশ মোটা উঁচু৷ এরাও হিংস্রো এবং যথেষ্ট শক্তিশালী৷ আগে এলাকার বন জঙ্গলে প্রচুর দেখা যেত, এখন আর বন জঙ্গল নেই গোল বাঘও নেই৷ কয়েক জন গ্রামবাসীরা জানিয়েছে, দিন দুয়েক আগে প্রাণীটি কেষ্ট বাবু ও সুধাংশু বাবুর বাড়ীতে হানা দিয়ে একটা রাজহাঁস মেরে খাওয়ার সময় লাঠি সোঠা নিয়ে তাড়া দিলে অভূক্ত গোলবাঘা রাজহাঁসটি অর্ধেক ফেলে পালিয়ে যায় ওই সময় রাজহাঁসের মালিক ক্ষিপ্ত হয়ে বাকি অর্ধেক অংশে দুর্গন্ধ হীন তীব্র কীটনাশক ‘ফেরাডল’ প্রয়োগ করে ফেলে রাখলে পরে প্রানীটির মৃত্যু হয়৷ মৃত প্রানীটি দেখতে উৎসুখ দর্শকদের পায়ের চাপে কয়েক একর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ জানিয়েছে৷