বি.এস.এফের বৃক্ষ রোপন অভিযান বাগদায়
হট রিপোর্ট বাগদা ঃ=
সমগ্র ভারত বর্ষের বি.এস.এফের সাথে তাল মিলিয়ে উঃ২৪পরগনা জেলার বাগদা ব্লক এলাকায় কর্মরত ফার্ষ্ট ব্যাটলিয়নের বি.এস.এফেরাও পশ্চিমবঙ্গকে সবুজায়ন করতে গত মঙ্গলবার থেক শুরু করলো বৃক্ষ রোপন অভিযান৷ বি.এস.এফের ফার্ষ্ট ব্যাটলিয়নের টু.আই.সি শ্রী এন,এস রাউথলা সকাল ১০টায় নারায়নপুর ক্যাম্প এলাকায় একটি মেহগুনীর চারা রোপন করে এই বৃক্ষ রোপন অভিযানের শুভ সূচনা করেন৷ ওই সময় টু.আই.সি সাহেবের সাথে এ.সি শ্রী এ.কে প্যান্ট্, এ.সি শ্রী সুরিন্দর সিং, এ.সি শ্রী মহেশচন্দ্র শীতয় সহ নারায়নপুর ক্যাম্পের জওয়ানেরা৷ এই বৃক্ষ রোপন অভিযানে নারায়নপুর ১৩৯পিস, পুস্তিঘাটা ৮৪ পিস ও মশ্যমপুর মামা ভাগিনা ক্যাম্পের বি.এস.এফেরা মিলে সর্বমোট ১৪০২ পিস আম, পেয়ারা, লেবু, নিম ও মেহগুনীর চারা রোপন করেন৷
