বি এস এফের মারে ঠ্যাং ভাঙলো আমিনুরের

23/08/2013 22:20

হট নিউজ(বাগদা)ঃ-

বাগদা থানার সীমান্তবর্তী নওদাপাড়া গ্রামে বিএসএফের মারে এক গ্রামবাসীর পায়ের দুটি হাড়ই ভেঙ্গে গেছে৷ জানা গেছে নওদাপাড়া গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে আমিনুর মন্ডল(৩৫)এর বাড়ী তাঁরকাঁটার ওপাশে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি৷ সে গত ২৩শে আগোষ্ট সকাল দশটার সময় এক কেজি আপেল নিয়ে পার্শবর্তী বাংলাদেশ সীমান্তের আশসিংড়ে পুকরে গ্রামের বিডিআরকে দিতে গেলে বিএসএফ হাতে নাতে ধরে ফেলে এবং লাঠির এক বাড়িতেই আমিনুর মন্ডলের ডানপায়ের গোড়ালির উপরের দুটি হাড়ই ভেঙ্গে গুড়িয়ে যায়৷ বর্তমানে আহত আমিনুর মন্ডল বাগদা হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএফ তাঁদের হেফাজতে নিতে পারে বলে আমিনুর মন্ডলের আত্নীয় স্বজনেরা জানিয়েছে তাঁরা আরো জানিয়েছে বিএসএফ আমিনুরের উপযুক্ত চিকিৎসার দায়িত্ব নিলে তাঁরা কোন রকম আইনি পথে যাবেনা৷