বৌমার মারে মাথা ফাঁটলো শাশ্বুড়ীর

30/06/2014 20:27

হট রিপোর্ট বাগদা ঃ-

           বাগদাতে বৌমার প্রহারে মাথা ফাঁটলো শ্বাশুড়ীর৷ বৌমার ছোঁড়া ইটের আঘাতে রক্তাত্ত্ব জখম হয়ে অর্ধনগ্ন অবস্থায় বাগদা পুরাতন বাজারের দোকানদারদের কাছে নালিশ করে বেড়ালেও শ্বাশুড়ী গীতা কুণ্ডু(৫৬) বৌমা লক্ষী কুণ্ডুর(২৭) বিরুদ্ধে থানাতে কোন প্রকার অভিযোগ করেননি৷ স্থানীয় দোকানদারদের কাছে শ্বাশুড়ী গীতা দেবীর অভিযোগ প্রায় দু’বছর যাবত তাঁর স্বামী বীরেন কুণ্ডু প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে চলাচলের সম্পুর্ন অযোগ্য তিন মেয়ের বিয়ে হয়ে গেছে দুই ছেলের মধ্যে বড় ছেলে বিয়ের পর থেকে আলাদা ছোট ছেলের অবস্থাও একই৷ ওপার বাংলা থেকে আসার পর গায়ে খেটে পাঁচ ছেলেমেয়ে কে মানুষ করতে এবং তিন মেয়েকে পাত্রস্থ করে যে কয়টা টাকা অবশিষ্ঠ ছিল নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে সেই টাকা কটা দিয়ে দুই ছেলের নামে একটু ভিটের জমি কিনেছিল৷ তার পরেও হাতে যে-কয়টা টাকা ছিল তাদিয়ে পুর্ণাঙ্গ ভাবে স্বামীর চিকিত্সা পর্যন্ত করাতে পারেননি৷ গীতা দেবীর অভিযোগ ছেলে বৌমা তাদেরকে দুটো খেতেও দেয়না তার পরে কারনে অকারনে তাদের উপরে চলে অমানুষিক নির্য্যাতন৷ বৌমা লক্ষী দেবী অবশ্য শ্বাশুড়ীর সকল অভিযোগ অস্বীকার করেন৷ শ্বাশুড়ী গীতা দেবীর মাথা থেকে অতিমাত্রায় রক্তক্ষরনের বিষয়টি ব্যাপারে বৌমা লক্ষী দেবী বলেন উঁনি কলপাড়ে পাপিছলে পড়ে নিজের মাথা ফাঁটিয়েছেন৷