ব্রয়লার ফার্মে আগুন

হট রিপোর্ট বাগদা ঃ-
বাগদা ব্লকের ট্রাংকি পাড়ার নিকটে পাশাপাশি দু’টি বৃহত্তম ব্রয়লার ফার্মে আগুন লাগে গত ১৭ই এপ্রিল রাত ১২টায়৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ আবার অনেকে আগুন লাগার ধরন দেখে শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটেছে তা মানতে নারাজ৷ তাদের বক্তব্য, শর্টসার্কিট থেকে এই আগুন লাগলে সমান ভাবে ঘরদু’টিই পুড়তো না৷ এটা শত্রুতা মূলক ভাবে কেউ ঘটাতে পারে বলে অনুমান করছেন অনেকেই৷ উক্ত অগ্নিকান্ডে দেড় লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে৷ অগ্নিকান্ডের সময়ে ফার্মে কোন মুরগী ছিলনা তাই বৃহত্তর ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ফার্ম মালিক নারান পাল৷ এই অগ্নিকান্ডের ফার্মের আশ পাশের কয়েক লক্ষ টাকা মুল্যের লম্বু ও অন্যান্য গাছ পুড়ে শুকিয়ে গেছে, বেকার হয়ে পড়েছে কয়েক জন দিন মজুরও৷
