ব্লক যুব নেত্রীর নেতৃত্বে "দিদিকে বলো" চুয়াটিয়ায়।

13/12/2019 05:50
 
হট নিউজ : বাগদা, গত ১২ই ডিসেম্বর বাগদা ব্লক তৃণমূল যুব সভানেত্রী প্রতিমা রায় এর নেতৃত্বে দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠিত হল কোনিয়ারা ২ অঞ্চলের চুয়াটিয়া গ্রামে। উপস্থিত ছিলেন বাগদা ব্লক তৃণমূল যুব সভানেত্রী প্রতিমা রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিহির বিশ্বাস প্রমুখ ।