বয়রার অজানা জ্বরে আক্রান্তদের মর্টিন ও মশারী দিলেন বিধায়ক।

03/09/2017 20:16

হট রিপোর্ট, বয়রা - বাগদার বিধায়ক দুলাল চন্দ্র বর বয়রার হরিতলা এলাকায় অজানা জ্বরে আক্রান্তদের মধ্যে 200 মশারী, 300 বক্স মর্টিন প্রদান করেন গত 31শে আগষ্ট। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য তরুন ঘোষ, দিলিপ ঘোষ, সুব্রত পাল, পূর্ত কর্মাধক্ষ্য প্রতিমা রায়,সুধীর মন্ডল,আনারুল দফাদার,গোপাল বিশ্বাস প্রমুখ সহ বয়রাতে উপস্থিত বাগদা হাসপাতালের বি.এম.ও.এইস ডাঃ প্রণব মল্লিক সহ মেডিক্যাল টিমের সদস্যরা । ঘটনার বিবরণে প্রকাশ, এই জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্তের কয়েক শত বলে জানিয়েছেন ডাঃ প্রণব মল্লিক ।তিনি আরো জানান এই অজানা জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা জেলাতে পাঠানো হয়েছে , রিপোর্ট হাতে পেলেই বলতে পারবেন আসলে জ্বরটা কি?