ভাষা দিবস উপলক্ষেে গ্রামীন মেলা বিডিও চত্তরে

23/02/2014 06:58

হট রিপোর্ট বাগদা ঃ-

                গত ২২শে ফেব্রুয়ারী ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাগদা বিডিও অফিসের পক্ষ্য থেকে শহীদ বেদীতে পূষ্পার্ঘ নিবেদন ও এক গ্রামীন মেলার আয়োজন করা হয়৷ ওইদিন বাগদার বিডিও মালবিকা খাটুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী, পিডিও রজত কান্তি দত্ত, স্বাস্থ্য্ কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস অসংখ্য জন-প্রতিনিধি ও আধিকারিকগন উপস্থিত ছিলেন৷ উক্ত অনুষ্ঠানে বেশ কিছু মৎস জীবিদের মধ্যে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করা হয় এবং কিছু ছাত্র-ছাত্রীদের মধ্য চসমা বিতরন করা হয়৷ বিডিও মালবিকা খাটুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী সহ উপস্থিত সকল আধিকারিকগন ও কর্মাধক্ষ্যগন সহ  মেলার সকল ষ্টলগুলি পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন৷ ষ্টল পরিদর্শন শেষে উল্লেখিত ব্যাক্তিবর্গ স্থানীয় দর্শকগনের সাথে মেলা-প্রাঙ্গনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন৷