ভিক্ষারী তাপস বেঁচে আছে বুক ভরা স্বপ্ন নিয়ে

08/10/2013 22:49

উত্তম সাহা(বাগদা)ঃ-

তাপসের আনন্দ মুখর জীবন ডুবে গ্যাছে নিরানন্দের নিথর তিমিরে৷ তার চঞ্চল জীবনে এসেছে অবাঞ্চিত রিক্ততা, মনে শান্তি নেই, নেই পথ চলার আবেগ, হৃদয়াকশের তাঁরারা সব নিভে গ্যাছে, থেমে গ্যাছে কোকিলের কুহু কুহু তান, মিটমিট করে জ্বলা জীবনের সকল আশা আকাক্ষার প্রদীপ খানি এক দমকায় নিভিয়ে দিয়েছে এক অ-প্রত্যাশিত দুষ্ট বাতাস৷ সকলের মত তাপসেরও সখ ছিল বিয়ে করে স্ত্রী পুত্র-কন্যা নিয়ে একটা ছোট্ট সংসার গড়ার যেখানে দুঃখ, কষ্ট, অভাব থাকবেনা শুধু থাকবে সুখ-শান্তিতে ভরা মোহময়ী আবেগ যা খুশী-আনন্দের জোয়ার বইয়ে দেবে তার ছোট্ট সংসারের প্রতিটা কোনায় কোনায়৷ মাত্র বছর ১৩ বছর আগেও তাপস ছিল আর পাঁচজন যুবকের মতই সম্পুর্ন স্বাভাবিক৷ বর্ষার প্রথম ফুল ‘কদম’ পাড়তে গাছে ওঠে সে, তারপর আর কিছু মনে নেই তার, হাসপাতালের বেডে যখন জ্ঞান ফিরলো তখন সব শেষ হয়ে গেছে তাপসের৷ মেরুদন্ডে মারাত্বক চোটে গুঁড়িয়ে যাওয়ায় কোমরের নীচের অংশ অবশ হয়ে চিরপঙ্গু হয়ে গ্যাছে সে৷ পঙ্গু-তাপস এখন গরীব বাবা মায়ের সংসারের বড় বোঝা, অযত্নে অবহেলায় একান্ত অবাঞ্চিতের মতই বেঁচে থাকা তার৷ অবহেলার বিষাক্ত বানে অতিষ্ট তাপস তিলে তিলে দগ্ধ হচ্ছিল পাচ্ছিলনা সামান্যতম শান্তি৷ অবশেষে বাগদার পোদ্দা গ্রামের পঞ্চায়েত মেম্বাররা নারান সর্দ্দারের ছেলে উক্ত তাপস(৩৭)কে একটা হ্যান্ডিক্রাপ ভ্যানের ব্যাবস্থা করে দেওয়াতে তার কষ্টের কিছুটা সুরাহা হয়৷ এখন তাপস ভিক্ষাবিত্তী করে জীবিকা নির্বাহ করে ৪ ভাই ১ বোন ও বাবা-মা নিয়ে সংসার তার৷ বাগদা, মামা ভাগিনা, হেলেঞ্চা, আষাঢ়ু, গাঁড়াপোতা তার বিচরন ক্ষেত্র অবশ্য অন্যকোন ভিক্ষারী সঙ্গী পেলে বিভিন্ন গ্রামেও ঢোকে তাপস৷ এতে রোজগার যা হয় তাতে কোন রকমে সংসার চলে যায় তাপসের৷ টানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভিক্ষারী তাপস বললো আত্নীয় পরিজন বেষ্টিত সমাজে সে বড় নিঃসঙ্গ, বড় অসহায়, অর্থের তুলাদন্ডে যে সমাজে ভালবাসার পরিমাপ হয় সেখানে সে কত টুকু সুরক্ষিত? অনেক চেষ্টা করেও সরকারী পঙ্গু ভাতা তার কপালে জোটেনি৷ অথচ যোগাযোগ থাকায় তাপসের থেকে অনেক সক্ষম ব্যক্তিও বাগদাতে সরকারী পঙ্গু ভাতা পাচ্ছে দেদার্সে৷ জলভরা চোখে তাপস জানিয়েছে তার বয়স্কো মা-টা আছে তাই খাওয়া-দাওয়া বা প্রস্রাব পায়খানার বিষয়ে সহযোগিতা পায়৷ মায়ের অবর্তমানে কে দেখবে তাকে?

আজ তাপস তার ছন্দিত জীবনের তাল হারিয়ে বেসুরো বীনা নিয়ে ব্যকুল চিত্তে গুমরে গুমরে কাঁদে৷ সে পৃথিবীর সব কিছুর বিনিময়ে চেয়ছিল সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে কিন্তু নিয়তির অদৃশ্য খেলায় আজ তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল৷ স্বপ্ন ভঙ্গ তাপস চোখের কোনে অশ্রুর বন্যা বইয়ে বললো অবাঞ্চিত জ্বালায় উঠবো অস্থির হয়ে, ব্যাথায় একদিন মুষরে যাব, ধিকৃত, লাঞ্ছিত, অবহেলিত হয়েও স্মৃতি গুলোকে রোমন্থন করে কাটিয়ে দেব বাকীটা জীবন৷

 

                         #