মটরসাইকেলের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হল এক ব্যাক্তি৷
হট রিপোর্ট বাগদা ঃ=
গত বুধবার সন্ধ্যায় বাগদা থানার মেহেরানী বাজারের নিকট মটরসাইকেলের ধাক্কায় পায়ের হাড় গুড়িয়ে, চোখে, মাথায় ও বুকে গুরুতর আঘাতে ঘটনা স্থলেই নিহত হল এক ব্যাক্তি৷ জানাগেছে, মৃত ব্যাক্তির নাম বিধান চন্দ্র বিশ্বাস(৫৫),তিনি মেহেরানী গ্রামের বাসিন্দা তিনি ক্ষেতমজুরের মজুরী মিটিয়ে ঘরে ফেরছিল ওই সময় মটরসাইকেল চালক বাগদার জ্যোতি বিশ্বাস(২৪) ও আরোহী সমীরন বিশ্বাস(২৩) তাদের ব্যাবসায়িক কাজ সেরে বয়রা থেকে বাগদা ফেরার সময় মেহেরানী বাজারের নিকট পিসরাস্তার উপর পিছন থেকে বিধান বাবুকে ধাক্কা মেরে মটরসাইকেলের চালক ও আরোহী দুজনই রাস্তা থেকে বেশ কিছুটা দুরে ছিটকে পড়ে যায়৷ পরে আহত বাইক আরোহীদ্বয়কে গ্রামবাসীরা বাগদা হাসপাতালে ভর্ত্তি করে এবং বিধান বাবুকে বাগদা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন৷ ওই দিনই চালক জ্যোতি বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে বনগাঁ হাসপাতালে স্থান্তরিত করা হয়৷ ঘাতক ১৫০ সিসি ডিসকভার বাইকটির নং ভব্লিউ.বি ৪০ ইউ ৫৫৮৭৷ এ ব্যাপারে বাগদা থানায় মামলা হয়েছে৷
