মটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাগদায়
হট রিপোর্ট বাগদা ঃ=
এক মটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে বাগদা থানার হরিহরপুর গ্রামে এক সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্ত্তি হল আসাদুল মন্ডল ওরফে কালু৷ জানা গেছে গত ১১ই আগষ্ট আসাদুলের ভাই রমজান মন্ডল(২৫)মটর সাইকেল নিয়ে বাড়ী থেকে বাগদা আসার পথে গ্রামের মধ্যেই মার্জ্জিদ মেম্বারের ভাইজি জুলেখা খাতুন(৮)কে ধাক্কা দিলে রমজানই তার বাইকে চাপিয়ে জখম জুলেখাকে বাগদা হাসপাতালে ভর্ত্তি করে পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বনগাঁ হাসপাতালে প্রেরন করে৷ এই চিকিৎসার সমস্ত খরচ খরচার দায় এবং বনগাঁ হাসপাতালে সর্ব্বদা থেকে রোগীর দেখভাল রমজান করাতে মার্জ্জিদ মেম্বার স্বঃভবত খূশীই রমজানের উপরে৷ সে কারনে এ ব্যাপারে কোন মামলাও হয়নি৷ এই বিষয়টিতে মেম্বারের ভূমিকা তাঁর দলের অনেকেরই মনপূতো হয়নি৷ তাই প্রতিশোধ নিতেই ভিড়ের মধ্যথেকে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে আসাদুল মন্ডল ওরফে কালুকে মাথায়, স্কন্ধে ও হাতে রক্তাক্ত জখম করে বলে হরিহর পুরের আঃ হাই মন্ডল জানান৷ তিনি আরো জানান, দু’পক্ষের মধ্যে রাজনৈতিক ভাবে দলগত পার্থক্য থাকলেও মার্জ্জিদ মেম্বারের ভূমিকা প্রশংনীয় তা না হলে গত বারের মত রক্তক্ষয়ী সংঘর্ষ অবশ্যম্ভাবী ছিল৷
