মটর সাইকেলের ধাক্কায় বাই-সাইকেল আরোহীর মৃত্যু

18/11/2014 08:38

হট রিপোর্ট, বাগদা : হেলেঞ্চা ২নম্বরের নিকটে মটর সাইকেলের ধাক্কায় এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হলো গত ১৭ই নভেম্বর সন্ধায়৷ বাগদার পাটকেলগাছা গ্রামের হযরত তরফদারের ছেলে তুষার তরফদার(২৭)একটা চলমান লরির পাশদিয়ে মটর সাইকেল যোগে বেরনোর সময়ে বাগদার নেতাজী পল্লীগ্রামের মুদী ব্যাবসায়ী দুলাল কর(৫৫)এর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে দুলাল বাবুর মাথায় ভীষনভাবে চোটপান এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরন হতে থাকে এবং সঙ্গাহীন হন৷ পরে তাকে বাগদা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষনা করেন৷ জানা গেছে মটর সাইকেল চালক তুষার তরফদার বাগদা থানার সিভিক পুলিশ তাকে বাগদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছেন৷