মতুয়া মতে আদ্যশ্রাদ্ধ্য বাগদায়
হট রিপোর্ট (বাগদা) উঃ২৪পরগনাঃ-

উঃ ২৪পরগনা জেলার বাগদা ব্লকের মতুয়া নেতা ডাঃ অসিত রায়ের স্বর্গীয় পিতা খগেন্দ্র নাথ রায়ের পারলৌকিক কাজকর্ম গত ১১ই ফেব্রুয়ারী সম্পুর্ন মতুয়া মতে অনুষ্ঠিত হলো খগেন বাবুর জ্যৈষ্ঠ পুত্র ডাঃ রায়ের বাগদা্স্থিত বাসভবনে৷ মৃত ব্যাক্তির আত্নার শান্তির উদ্দেশ্যে ব্রাহ্মন বর্জিত শ্রাদ্ধের নিমন্ত্রন পত্রে শ্রীশ্রী গীতার ছবির পরিবর্তে শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদের ছবি, ব্রাহ্মন বর্জিত আদ্যশ্রাদ্ধেও ‘হরেকৃষ্ণ’ নামের স্থলে ‘ওঁ শান্তি-হরি’ ও ‘হরি বল’ নামের ব্যবহারই মতুয়া মতের বিশেষত্বো হিসাবে পরিলক্ষিত হয়৷ নিয়মভঙ্গ উপলক্ষে মতুয়া নেতা ডাঃ অসিত রায় গত ১৩ই ফেব্রুয়ারী উক্ত অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে স্বর্গীয় খগেন্দ্র নাথ রায়ের বন্ধু-বান্ধব, শ্মশানযাত্রী, আত্নীয়-স্বজন ও অসংখ্য হরি ভক্তদের সম্পুর্ন মতুয়া মতে আপ্যায়িত করেন৷
উল্লেখ্য, স্বর্গীয় খগেন্দ্র নাথ রায় মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র, ৩পুত্র বধু, ৬জন নাতি-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান৷
