মরন ফাঁদ মশ্যমপুর রোডেে

03/02/2014 20:38

হট রিপোর্ট (বাগদা) উঃ২৪পরগনাঃ-

                          বাগদা ব্লকের অন্যতম বর্ডার রোড বাগদা মশ্যমপুর হেডকোয়াটার রোডে অবস্থিত কালভার্টটি মরনফাঁদে পরিনত হয়েছে৷ দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা৷ একমাস অতিবাহিত হলো সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সৃষ্টি হচ্ছে জনমনে ক্ষোভ৷ সীমান্ত সুরক্ষার বৃহত্তর স্বার্থে এই বর্ডার রাস্তাটির গুরুত্ব অপরিসিম৷ একারনে অত্র এলাকার বিশিষ্ট জনেরা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কত্তৃপক্ষ্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷