মসজিদ সংস্কারে BSF এর বাধা জনমনে ক্ষোভ
হট রিপোর্ট বাগদা উঃ২৪পরগণা ঃ-
উঃ২৪পরগনা জেলার বাগদা ব্লকের রণঘাট সীমান্ত এলাকায় ঈদের আগে মসজিদ সংস্কারে বিএসএফের বাধা দেবার অভিযোগে রণঘাটের গ্রামবাসীরা পৃথক পৃথক ভাবে ডেপুটেশন দিল বাগদা এস.ডি.ও এবং বি.ডি.ও সাহেবার দপ্তরে৷ জাতি ধর্ম নির্বিশেষে দুইশত পঞ্চাশ জন গ্রামবাসী আবেদন পত্রটিতে সাক্ষর করেন৷ গ্রামবাসীর অভিযোগ একেবারে সীমান্ত এলাকায় স্কুল দোতলা হচ্ছে তাতে বিএসএফের কোন বাধা নেই কিন্তু মসজিস মির্মান নয় ঈদের জন্য সামান্য সংস্কারে বিএসএফের বাধা কেন? তাছাড়া গ্রামে ঢোকার মুখে এক চেকপোষ্ট বসিয়ে তাদেরকে রীতিমত বিব্রত করা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ৷ আই কার্ড ছাড়া চেকপোষ্ট দিয়ে কেউ যাতায়াত করতে পারছেনা৷ আই কার্ড সমস্যার কারনে রণঘাটের গ্রামবাসীদের আত্নীয় ও অনেক নতুন কুটুমও গ্রামের দরজা থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে৷ রণঘাটের গ্রামবাসী সহ ওই এলাকার নির্বচিত জনপ্রতিনিধি বাগদা পঞ্চায়েত সমিতির বর্তমান পূর্ত কর্মাধক্ষ্য বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সহঃসভাপতি কার্ত্তিক বাইন একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানালেন, চোরাচালানী ও গরু পাচার কারীদের রুখতে পারছে না বিএসএফ, যত আইন ফলাচ্ছে নিরীহ গ্রামবাসীদের উপর৷ ভোটার আই.কার্ড একটা গুরুত্বপুর্ণ জিনিষ এটা বারবার আনা.নেওয়াতে কোন প্রকারে হারিয়ে গেলে বাড়ী থেকে যাওয়া আসা করাও অসম্ভব হয়ে পড়বে আবার ভোটার আই.কার্ডের জেরক্স কপিও বিএসএফ মানতে চাইনা৷
