মহাপ্রান যোগেন্দ্র নাথের আবক্ষ মূর্তি উন্মোচন হেলেঞ্চায়৷
হট নিউজ, বাগদা, বঙ্গভূমির অনগ্রসর জাতিভুক্ত মানুষদের মুক্তিসংগ্রামের মহানায়ক এবং অনগ্রসর সম্প্রদায় ভূক্ত হিন্দু-মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের উদগাতা বাগদা ব্লকের মহাপ্রান যোগেন্দ্র নাথ মণ্ডলের ১১৩ তম জন্মদিবস উপলক্ষ্যে হেলেঞ্চা ৫নং কলোনী ময়দানে যোগেন্দ্র স্মৃতি সংঘ, মর্য্যাদা সরক্ষা আন্দোলন কমিটি ও মহাপ্রান যোগেন্দ্র নাথ স্মৃতি সংসদ যৌথ ভাবে ২দিন ব্যাপী এক গুচ্ছ কর্মসূচী গ্রহন করে৷ কর্মসূচী গুলির মধ্যে ছিল উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, মহাপ্রান যোগেন্দ্র নাথের প্রতিকৃতিতে মাল্যদান, অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগীতা, মহাপ্রান যোগেন্দ্র নাথের জীবনযাত্রা ও কর্মকান্ডের উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আদিবাসী মহিলাদের ঝুমূর নৃত্য, মহাপ্রান যোগেন্দ্র নাথের আবক্ষ মুর্তির আবরণ উন্মোচন, সম্বর্ধনা অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন৷ দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে পতাকা উত্তোলন ও মহাপ্রান যোগেন্দ্র নাথের প্রতিকৃতিতে মাল্যদান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং তাঁর আবক্ষ মুর্তির আবরণ উন্মোচন করেন, তাঁর সু-যোগ্য ভাবশিষ্য, বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস৷
