মহিলার কামড়ে আহত হলো এক মহিলা বিএসএফ৷

10/07/2015 08:31

হট-নিউজ, বাগদা: সীমান্তে মহিলা বিএসএফের সাথে গ্রামবাসী মহিলার তর্কতর্কী করাকে কেন্দ্র করে মহিলার কামড়ে আহত হলো এক মহিলা বিএসএফ৷ ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের রণঘাট বিএসএফ ক্যাম্পের অধীন রনঘাট ভ্যান মোড়ে৷ জানা গেছে, গত ৮ই জুলাই কুলিয়া গ্রামের মহাদেব সাঁতরার স্ত্রী জোস্না সাঁতরা(৪২) কয়েক জন গ্রামবাসীর সহায়তায় রনঘাট ভ্যান মোড়ের কাছে ওন ডিউটি দু’জন মহিলা বিএসএফের কে আক্রমন করে আহত করে এবং এক পর্য্যায়ে জোস্না সাঁতরা মহিলা কনষ্টবল রেখাকের ডান পায়ে এবংরানী ইয়াদোর বাম হাতে কামড় দেয়৷ পরে ওই এলাকার কর্তব্যরত বিএসএফের ডিউটি অফিসার এ.এস.আই অশ্বিনী কুমার সহ কয়েক জন মহিলা কনষ্টবল ওই মহিলার  গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসে৷ কর্তব্যরত মহিলা বিএসএফ কে শারিরিক হেনস্থা করার অপরাধে  জোস্না সাঁতরা কে আসামী করে বিএসএফের পক্ষ থেকে ১৮৬, ১৮৮ ও ৩৫৩ ধারা মতে বাগদা থানায় মামলা হয়েছে৷ এত্র এলাকার বিশিষ্ঠ ব্যাক্তি লোকাল মেম্বার সমীর রায় ও মধু মন্ডলের অনুরোধে জোস্না সাঁতরা কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷