মেডিক্যাল ফোরামের সেমিনার বাস্তবায়ন কমিটির সভা
হট নিউজ : বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের সেমিনার বাস্তবায়ন কমিটির এক জরুরী সভা মেডিক্যাল ফোরামের সভাপতি ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালীর সভাপতিত্ত্বে ফোরামের অস্থায়ী কার্য্যালয় উৎস হোমিও ক্লিনিকের দোতলায় অনুষ্ঠিত হয় গত ১০ই জানুয়ারী। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহঃসভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক উত্তম সাহা, সহঃসম্পাদকগন যথাক্রমে বনমালী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুশান্ত সাতঁরা, নিমাই চন্দ্র শর্ম্মা, কোষাধ্যক্ষ নিখিল কুমার বিশ্বাস, বাসুদেব বিশ্বাস প্রমুখ। সভায় এলাকার হোমিওপ্যাথিক ডাক্তারদের অংশ গ্রহনে বার্ষিক সেমিনারের ব্যাপারে আলোচনা ও গুরুত্বপূর্ণ কতিপয় বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, মার্চ মাসে ওষুধ কোম্পানি গুলোর ইয়ার এন্ডিং এর সমস্যা জনিত কারণে সেমিনার ৩১শে মার্চের পরিবর্তে ৭ই এপ্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
