যথাযোগ্য মর্য্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন বি.এস.এফের

19/08/2015 16:31

হট নিউজ, বাগদা: ৬৯ তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্য্যাদায় উদযাপন করলো বাগদা ব্লক এলাকায় কর্মরত বিএসএফের ১নং ব্যাটলিয়ন৷ গত ১৫ই আগষ্ট সকাল ৮টায় বিএসএফের ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(C.O) কৃপা শংকর শুক্লা রণঘাট বিএসএফ ক্যাম্পে উপস্থিত টু-আই.সি এস. বালা, ডিসি এন.পি সিংহ, এ.সি নরেন্দ্র সিংহ, এ.এস.আই গন ও জওয়ানদের অভিবাদন ও গার্ড অফ অনার গ্রহন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন৷ জাতীয় পতাকা উত্তোলন শেষে সিও সাহেব উপস্থিত বিএসএফের অফিসার গন, বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। ওই সময় স্থানীয় অনেক অতি সাধারণ মানুষ ও শিশু কিশোরদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷ সিও সাহেব তাদের সকলের সাথে করমর্দন ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন৷ তিনি সকলকে সমান ভাবে মিষ্টি, লাড্ডুর ও চকলেট বিতরন করেন৷ ওই দিন বিএসএফের অফিসারদেরকে চলতি পথে গাড়ী থামিয়ে ছোট ছোট বাচ্চাদের মাঝে চকলেট বিতরন করতেও দেখা যায়৷