রণঘাট পঞ্চায়েত প্রধানের গ্রামে 'দিদিকে বলো' কর্মসূচী।


হট নিউজ : বাগদা, কেন্দ্র সরকারের জনবিরোধী 'নাগরিকত্ব সংশোধনী বিল জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও', 'বাংলাতে এনআরসি মানছি না মানবো না', শ্লোগানে মুখোর তৃণমূল কংগ্রেসের একঝাঁক সৈনিক উৎসবের আমেজে খদ্দো কুলবেড়ে গ্রামের ২৭০ বাড়ি ঘুরে ঘুরে ভোটারদের মধ্যে কূষল বিনিময়ের মাধ্যমে পালন করলো "দিদিকে বলো" কর্মসূচী। বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহার নেতৃত্বে বৃহস্পতি বার সকাল থেকে রাত পর্যন্ত চলে এই কর্মসূচী। শুক্রবার সকাল ১০ টায় দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচী সমাপ্ত করেন। প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে "দিদিকে বলো" কর্মসূচীর মাধ্যমে ৯১৩৭০৯১৩৭০ নং- এ ফোন করে মানুষের সুবিধা, অসুবিধা, দাবী দাওয়ার বিষয়ে জানিয়ে তাদেরকে সমস্যা সমাধানের ব্যাপারে উদ্বুদ্ধ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাগদা পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহার উদ্যোগে এই কর্মসূচী চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রণঘাট পঞ্চায়েত প্রধান গনেষ রায়, কার্যকরী সভাপতি বিমল ভদ্রো ভীম, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষা শুক্লা মন্ডল, বাগদা পঞ্চায়েত প্রধান অঞ্জলি রায়, চিন্ময় বিশ্বাস, বাপি দাস অধিকারী, শিক্ষক নেতা শ্যামল সর্দার, আঞ্চলিক নেতৃত্ব কার্তিক ঘোষ, প্রমুখ। সারাদিনের কর্মসূচী শেষে রাতে দলীয় নেতা কর্মীদের সাথে সভা চলাকালীন একজন সিপিএম কর্মী সভাস্থলে এসে মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গ্রহন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আলোচনা পর্ব শেষে সহযোগিদের সাথে কলার পাতায় রাতের আহারও সারেন বাগদা পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহা।
