রনঘাট ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার ও সনদ পত্র প্রদান

28/01/2016 00:04

ইউ, সাহা, বাগদা: -  বাগদা ব্লকের রনঘাট ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের সদস্যরা বনগাঁ মহকুমায় বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক খেলায় নিজেদেরকে উপযুক্ত প্রমান করে ২১টা প্রাইজ ছিনিয়ে আনলো উক্ত ক্লাবের সুযোগ্য ছেলে মেয়েরা৷ গত ২৩শে জানুয়ারী বাগদা ব্লকের আউলডাঙ্গা স্কুল মাঠে আয়োজিত ১০০ ও ৪০০ মিঃ দৌড় প্রতিযোগীতায় রনঘাট ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার ও সনদ পত্র প্রদান করেন রণঘাট বিএসএফ হেড কোয়ার্টারের মহিলা কর্মকর্তা এস,আই বিনিতা চৌধুরী। গত সপ্তাহেও বনগাঁর শিমুল তলা বঙ্কিম চন্দ্র সংঘ, প্রতাপগড় সোনালী স্পোটিং ক্লাব মাঠে আয়োজিত প্রতিযোগীতা মূলক খেলায় রনঘাট ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের সদস্যরা বিজয়ী হন৷ বাগদা ব্লকের রনঘাট ডিসিএম তাই কম্বো অ্যাথলেটিক্স ক্লাব সদস্যদের লাগাতার বিজয়ে গর্বিত এলাকাবাসী, খুশী সীমান্তের বিএসএফ সদস্যরাও৷ রনঘাট ডিসিএম তাই কম্বো ট্রেনিং সেন্টারের কোচ দ্বয় সুমন সরকার (ওয়েষ্ট বেঙ্গল চ্যাম্পিয়ন) ও কোচ জহিরুল ইসলাম বিশ্বাস (ন্যাশনাল প্লেয়ার ও পাঞ্জাব ব্লাক বেল্ট)কে সন্মান জানাতে বিজয়ীরা তাঁদের পুরস্কার কোচ দ্বয়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বলে জানা গেছে৷