রাতের অন্ধকারে টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও মালিককে ফেরৎ দিল বাগদার যুবক

অনিমা মুন্ডা, মশ্যমপুর, বাগদা – রাতের অন্ধকারে টাকা ভর্তি মানিব্যাগ পেয়ে মানি ব্যাগের মালিককে ফেরৎ দিল বাগদার যুবক৷ ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৪ই জুলাই রাত ৯টার সময় মশ্যমপুর গ্রামের অংকন শিক্ষক সূজিত হীরা(৩২) টিইশানি শেষে বাইক যোগে বাড়ি ফেরার সময় বাগদা কোলা হরিহরপুর মোড়ের কাছে একটা মানিব্যাগ কুড়িয়ে পায়৷ সেই মানিব্যাগ খুলে দেখা যায় নগত ৯,৬৫০ টাকা, ১টা আধার কার্ড, ২টা সিম কার্ড ও কিছু পারিবারিক ছবি রয়েছে ৷ সুজিত বাবু সেই রাতেই ওই সিম কার্ড গুলি থেকে মানিব্যাগের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু সিম কার্ডে কোন নং না থাকায় তা সম্ভব হয়নি৷ পরের দিন ভোর সাড়ে পাঁচটার সময় সংগে থাকা আধার কার্ডের ঠিকানা মোতবেক কুলবেড়ে গ্রামে ম্যানিব্যাগটির প্রকৃত মালিক বিএসএফ জওয়ান সদানন্দ বিশ্বাস(২৭)এর বাড়ি পৌছে তার হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ সঙ্গে থাকা যাবতীয় কগজ পত্র ফেরৎ দেন৷৷ সুজিত বাবুর কর্মকান্ডে সদানন্দ বাবু খুশি হয়ে ৫০০ টাকা পুরস্কার দিতে গেলে তিনি তা নেননি৷ বেকার সুজিত বাবুর নির্লোভ মানসিকতা ও নিঃস্বার্থপরতার কথা এলাকায় প্রচার হতেই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই সৎব্যাক্তির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন বলে জানা গেছে৷
