রূপো কুড়াতে বাগদার রাস্তাায় মানুষের ঢল

24/10/2013 10:09

হট নিউজ বাগদা ঃ-

বাগদা বনগাঁ রোডে নোনচাপোঁতা থেকে চেঙ্গা বটতলা অবধি প্রচুর রূপোর দানা ছড়িয়ে থাকার খবর পেয়ে বাগদার শতশত নারী পুরুষ ও বালক বালিকা রাতের অন্ধকারে রাস্তায় ছুটে আসে রূপোর দানা  কুড়াবার আশায়৷ ঘটনার বিবরনে এলাকাবাসী জানিয়েছে, গত ২৪শে অক্টোবর সন্ধ্যায় চোরাচালানীরা রূপোর বস্তা নেওয়ার সময় কোন ভাবে বস্তাটি ছিদ্র হয়ে যায় এবং নোনচাপোঁতা থেকে চেঙ্গা বটতলা অবধি প্রচুর রূপোর দানা  রাস্তার উপর ছড়িয়ে যায়৷ বাসের হেড লাইটের আলোয় ছড়িয়ে থাকা রূপোর দানা গুলো চকচক করতে দেখে প্রথমে বাসের লোকজন পরে তাদের চেঁচামেচিতে আশপাশের শতশত লোকজন ছুটে এসে রূপো কুড়াতে লেগে যায়৷ ৫/১০গ্রাম থেকে শুরু করে একাক জন দেড় থেকে দু’কেজি পর্যন্ত রূপোর দানা কুড়াতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷