লরির ধাক্কায় মৃত্যু

হট রিপোর্ট(বাগদা)ঃ-
বাগদা থানার চোয়টিয়ার কাছে লরির ধাক্কায় মৃত্যু হলো একজনের মারাত্নক আহত অপর জনের অবস্থার অবনতি হলে তাকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ জানা গেছে থার্মস-আপ ব্যাবসায়ী কার্ত্তিক বিশ্বাস(৩৬) ও রাম মণ্ডল(৩২) চোয়টিয়া এলাকার রাস্তার ধারের একটি ষ্টেশনারী দোকানে থার্মস-আপ দিতে এসেছিল৷ ঠিক ওই সময়ে চাঁদার একটি ব্রয়লার ফার্মের ৪-চাকা লরি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দোকানে থার্মস-আপের ক্যারেট নামানোর সময় সজোরে কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ও রাম মণ্ডল কে ধাক্কা মেরে দোকানের মধ্যে ঢুকে পড়ে৷ লরির ধাক্কায় দোকান ভেঙ্গে কয়েক হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং মারাত্বক জখম কার্ত্তিক বিশ্বাস ও রাম মণ্ডল বাগদা হাসপাতালে আনা হলে কার্ত্তিক বিশ্বাস কে কর্তব্যরত ডাঃ মৃত বলে ঘোষনা করেন এবং প্রাথমিক চিকিত্সার পর রাম মণ্ডলের অবস্থার অবনতি হলে তাকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়৷
