শব যাত্রার গাড়ী উল্টে আহত একুশ আশংকা জনক তিন

06/01/2014 06:22

হট রিপোর্ট বাগদা ঃ-

উঃ ২৪পরগনা জেলার বাগদা ব্লকের পথুরিয়া গ্রামে শবদেহ নিয়ে শ্বশানে যাবার পথে লরি উল্টে ২৪ জন আহত হয়ে বাগদা হাসপাতালে ভর্তি হয়েছে৷ এদের মধ্যে সুখেনচৌধুরী(৩৮),কপিল(১১),ও নাদু(২৬)এই ৩ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে বনগাঁ হাসপাতালে স্থানার্ন্তিত করা হয়েছে৷ আশংকা জনক ৩ জনের মধ্যে কিশোর কপিলের মাথা ফেঁটে অবস্থার মারত্নক অবনতি হয়েছে তার কানের মধ্য থেকে রক্ত ক্ষরন হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ঘটনার বিবরনে প্রকাশ, বাগদা হাসপাতালে ভর্তি ২১জনের মধ্যে সম্রাট চৌধুরী(৮),সাধন মন্ডল(৫০),সঞ্জয়(৯)ও অসীম বিশ্বাস ছাড়া বাকীদেরকে প্রাথমিক চিকিসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ২টা টাটা ১০৭ লরির মধ্যে প্রথম গাড়ীতে শবদেহ ছিল দ্বিতীয় গাড়ীতে শবযাত্রীরা ছিল৷ শবযাত্রীর গাড়ীটা বাড়ী থেকে অল্প দুরে পথুরিয়া কালভার্ট পার হতেই গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টেযায়৷ বাগদা হাসপাতালে ভর্তি রোগীদেরকে বাগদা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, প্রাক্তন বিধায়ক দুলাল বর সহ বিভিন্ন দলের নেতার দেখতে আসেন৷