শহীদ বীরসা মুন্ডা দিবস উদযাপন নীলাবাসকুঠী গ্রামে
হট নিউজ, বাগদা: শহীদ বীরসা মুন্ডা দিবস উদযাপন উপলক্ষ্যে বগদা ব্লকের নীলাবাসকুঠী গ্রামের আদিবাসী ছাত্রছাত্রীরা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে৷ গত ১৫ই নভেম্বর আদিবাসীদের বিশেষ এই দিনটিতে সানগার্ড, ব্যাচ, ফেস্টুন, ব্যানার, পোষ্টার টাঙ্গিয়ে গ্রামবাসীদের সহযোগীতায় আদিবাসী ছাত্রছাত্রীরা একাধিক কর্মসূচী গ্রহন করে৷ কর্মসূচী গুলির মধ্যে ছিল সকাল ৯ টায় শতশত আদিবাসী ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সমন্বয়ে প্রভাতফেরী৷ বিকাল ৪ টায় ছিল শহীদ বীরসা মুন্ডার স্মরনে আলোচনানুষ্ঠান, ৩৪ জন মাধ্যমিক ও ১৪ জন উচ্চমাধ্যমিকে পঠনরত আদিবাসী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন, পুরস্কার প্রদান, ও আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘ঝুমুর নাচ’৷ আদিবাসীদের দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আদিবাসী নেতা ডাঃ গৌর চন্দ্র মুন্ডা৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ আদিবাসী নেতা ডাঃ গৌর চন্দ্র মুন্ডা(দিল্লী), আদিবাসী নেতা বিভূতি মুন্ডা(বারাসাত), আষাঢ়ু গ্রাম পঞ্চায়েত সাবেক প্রধান অমৃত মুন্ডা, সৌমিত্র মুন্ডা, মনোজ সর্দ্দার প্রমুখকে ব্যাচ পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরন করে নেন আদিবাসী মেয়েরা৷ অতিথিবৃন্দ পর্য্যায়ক্রমে শহীদ বীরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করেন এবং বক্তব্য দান করেন৷ তাঁরা আদিবাসী ছাত্রছাত্রীদের বেশি বেশি করে এস,ডি,ও, বি,ডি,ও, ডি,এম পদে পৌছানোর লক্ষ্যে মনদিয়ে পড়াশোনা চালিয়ে যাবার আহবান জানান৷
