শিক্ষকের বদলিতে মিছিল

হট রিপোর্ট বাগদা ঃ-
প্রিয় শিক্ষকের বদলি রদের জন্য স্বতঃস্ফুর্ত মিছিল করলো বাগদা ব্লকের সীমান্তবর্তী মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অবিভাবক বৃন্দরা৷ গত ৩রা মার্চ্চ ব্যানার ও ফেষ্টুন সহকারে শ্লোগানে শ্লোগানে মুখরিত একটা মিছিল মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বাগদা বিডিও অফিসে পৌছে এবং বিডিও সাহেবা ও এস আই সাহেবকে পৃথক পৃথক ভাবে দ্রুত বদলি রদের জন্য সবিনয়ে আবেদন জানান৷ প্রাক্তন প্রধান শিক্ষিকা সন্ধ্যা সর্দ্দার(বিশ্বাস), বিমল বাড়ৈ, শ্যামল ঘোষ, আনোয়ার হোসেন মন্ডল,পাপিয়া সাঁতরা, গায়িত্রী বিশ্বাস, প্র্র্রমুখ অবিভাবকবৃন্দ স্বাক্ষরিত উক্ত আবেদন থেকে জানা গেছে মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস রায় একজন সু-শিক্ষক, বিদ্যালয়ের ও পারিপার্শিক অঞ্চলের সার্ব্বিক উন্নয়নেও তাপস বাবুর যথেষ্ট অবদান রয়েছে ওঁনাকে ছাড়া মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয় অসম্পুর্ন, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও সংশ্লিষ্ট এলাকাবাসী অবিভাবকহীন হয়ে পড়বে৷
উল্লেখ্য, কোন শিক্ষকের বদলি রদের জন্য ছাত্র-ছাত্রী, অবিভাবক বৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফুর্ত মিছিল দীর্ঘ ২০বছরের বাগদার ইতিহাসে এই প্রথম বলে এলাকার বয়স্করা জানিয়েছেন৷
