শিশু চোর ধৃত বাগদায়
হট রিপোর্ট বাগদা ঃ-
ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছে বাগদার উজ্জ্বল সংঘের ছেলেরা৷ জানা গেছে গত ১৮ই জুলাই রাত সাড়ে আটটার সময় খোদ্দকুলবেড়ের নিরঞ্জন বিশ্বাসের পুত্র মৃদুল বিশ্বাস(৩৭) বাগদা ট্যাপ-ওয়াটার কোয়ার্টার থেকে ট্যাপ অপরেটর শুকদেব দাসের ছ’মাসের কন্যাকে জানালা দিয়ে বের করার চেষ্টা কালে হাতে-নাতে ধরা পড়ে শুকদেব দাসের হাতেই৷ শুকদেব দাসের বক্তব্য, বাজার থেকে ফেরার সময় দেখেন এক ব্যাক্তি জানালা দিয়ে হাত বাড়িয়ে খাঁটের উপর ঘুমিয়ে থাকা তার শিশু কন্যাকে ধরার জন্য বিছানার চাঁদর ধরে টেনে বাচ্চাটিকে জানালার ধারে নিয়ে আসছে৷ ওই সময় শুকদেব বাবুর চিৎকারে পাশের উজ্জ্বল সংঘের ছেলেরা ছুটে এসে পালিয়ে যাবার সময় ছেলেধরা মৃদুল বিশ্বাসকে ধরে ফেলে৷ এ ব্যাপারে ছেলেধরা মৃদুল বিশ্বাসের বক্তব্য, সে সুস্থ মানুষ নয়, সে নাকি পাগল৷ সেদিন সে বাচ্চাটাকে অপহরনের উদ্দেশ্যে নয়, কোলে নিয়ে একটু আদর করার উদ্দেশ্যেই বাচ্চাটাকে জানালা দিয়ে বের করার চেষ্টা করছিল৷ মৃদুল বিশ্বাস একজন পেশাদার মাতাল সে কারনে তার স্ত্রীও তাদের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তাকে ছেড়ে বাপের বাড়ী চলে গেছে৷ জানালা দিয়ে শুকদেব বাবুর সন্তানকে দেখে হঠাৎই নিজের সন্তানের কথা মনে পড়াতে সন্তানস্নেহে তার নাকি হিতাহিত জ্ঞান ছিলনা৷
