শীতলা পূজা অনুষ্ঠিত বাগদায়

15/05/2014 11:50

হট রিপোর্ট (বাগদা)উঃ২৪পরগনাঃ-

                    উঃ২৪পরগনা জেলার বাগদাতে মধু বাবুর পুকুর পাড় বটতলার ঐতিহ্যবাহী শীতলা পূজা প্রতিবারের মত এবারও বেশ ধূমধামের সাথে অনুষ্ঠিত হলো৷ গত ১৫ই মে পূজাতে অংশ গ্রহন করার জন্য এলাকার শতশত উপোসী মা-বোনেরা শীতলাতলায় হাজির হয় এবং শীতলামাকে পুষ্পাঞ্জলী দেবার পর জলগ্রহন করে৷ অত্র এলাকার জনগনের মায়ের দয়া সহ রোগমুক্তি কামনায় পুর্ণাঙ্গ ভক্তির সাথে দীর্ঘ দিন থেকে এই শীতলাথানে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে৷ বাগদা বাসীর ঐকান্তিক সহযোগীতায় বেশ ব্যায় সাপেক্ষ্যে সহস্রাধিক শীতলা ভক্তের আগমনে সমৃদ্ধ হয় মহা-জাগ্রত এই পুর্ণ স্থানটি৷ বিভিন্ন প্রকার মনোষ্কামনায় সফল ভক্তদের দেবীর উদ্দেশ্যে করা মানত পরিশোধেরও হিড়িক পড়ে এই শুভক্ষনে৷