শৌচাগার না থাকায় বিয়ে ভাঙলো কন্যার


হট রিপোর্ট বাগদা ঃ-
বাড়িতে শৌচাগার না থাকায় কন্যার বিয়ে ভাঙার ঘটনা ঘটলো বাগদা গ্রাম পঞ্চায়েতের পাটকেল গাছা গ্রামে৷ জানাগেছে পাত্র পক্ষ মেয়ে পছন্দ করার পর হঠাৎই লক্ষ্য করেন পাত্রী ফেরোজার বড়িতে কোন শৌচাগার নেই৷ কন্যা পক্ষ্যের এই ত্রুটির জন্য পাত্র পক্ষ যৌতুক নয় বাড়িতে দ্রুত একটা শৌচাগার নির্মানের কথা বলেন অন্যথায় শৌচাগার বিহীন কোন পরিবারের সাথে আত্বীয়তা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন৷ এই খবর উক্ত গ্রামের সচ্ছতা দূতের কাছে পৌছালে তিনি দ্রুত বাগদা ব্লক পরিবেশ অধিকর্তা নির্মল চক্রবর্তীকে জানান৷ তিনি কন্যার বিয়ের বৃহত্তর স্বার্থে এক দিনের মধ্যেই কন্যার পিতা আহাদ আলীর বাড়ীতে শৌচাগার নির্মানের ব্যাবস্থা করে বিয়ে ভাঙার ঘটনা থেকে কন্যাদায় গ্রস্থ পিতাকে রক্ষা করেন৷
