সরকারী পুনঃবাসনের প্রত্যশায় রয়েছে বগদা বিডিও খাসপাড়া বাসী

26/06/2014 17:47

হট রিপোর্ট বাগদা ঃ-

        সরকারী পুনঃবাসনের প্রত্যশায় বগদা বিডিও খাসপাড়ার বেশ কয়েকঘর আদিবাসী তাদের বসত ঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছে৷ বগদা বিডিও অফিসের পাশে সরকারী খাস জমিতে প্রায় ৪৩ বছর যাবত প্রায় একশত আদিবাসী পরিবার ও ৫/৭ ঘর অন্য সম্প্রদায়ের পরিবার বসবাস করে আসছিল কিন্তু বিডিও অফিসের ও বাগদা গ্রামীন হাসপাতালের উন্নয়নের জন্য কিছু বাড়তি জমির প্রয়োজন হওয়ায় ততকালীন বিডিও খোকন চন্দ্র বালা সহ স্থানীয় সর্ব্ব দলীয় নেতৃত্ত্বের এক বিশেষ বৈঠকে উক্ত খাস জমি অধিগ্রহনের প্রস্তাব হয়৷ পরে বিডিও খাসপাড়ার অধিবাসীদের অন্যত্র নিজস্ব জমিতে পুনঃবাসনের প্রস্তাব দিলে তারা রাজীও হয়ে যায়৷ প্রথম পর্য্যায়ে সরকারী ভাবে মামাভাগিনাতে কিছু জমি কিনে সরকারী অর্থে সেখানে গৃহ নির্মান, ট্যাপের জলের, রাস্তা ও বিদ্যুতের ব্যাবস্থা করে সকলের না হলেও বেশ কিছু পরিবারকে পুনঃবাসনও দেওয়া হয়৷ এদিকে বিডিও খাসপাড়ার বেশ কয়েকঘর আদিবাসীকে তাদের ঘর ভেঙ্গে জায়গা খালি করার জন্য বলা হলে তারা নিজেদের বাঁধা ঘর ভেঙ্গে নেয়৷ অথচ বিডিও অফিস ও বাগদা গ্রামীন হাসপাতালের পক্ষ থেকে নতুন করে কোন জায়গার জোগাড় না হওয়ায় প্রায় এক বছর যাবত বেশ কিছু আদিবাসী পরিবার ঘর হারিয়ে বাদলা বর্ষার মধ্যে বাল্-বাচ্চা নিয়ে তাবুর নিচে মানবেতর জীবনযাপন করছে৷ সাপ পোকা-মাকড় তাদের নিত্য দিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে সে কারনে তারা দ্রুত একটা নিজস্ব ও নিরাপদ বাসস্থান প্রাপ্তির আশায় সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কত্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷