সাগর সঙ্গমে পুর্ণস্নান

15/01/2014 08:14

হট রিপোর্ট বাগদা ঃ-

                  তীর্থ টাকা থাকলেও হয় না থাকতে হয়, মন আর সৃষ্টি কর্তার উপর কঠিন আত্নবিশ্বাস৷ হ্যাঁ, এই আত্নবিশ্বাসই টেনে এনেছে পাটকেলগাছা গ্রামর গোশাই  বিশ্বনাথ পাড়ুই ও স্ত্রী পাতাসী পাড়ুই যাদের বর্তমান নাম বিশ্বনাথ গোষ্বামী ও পাতসী গোষ্বামী ৷তারা যুগলে এসেছে সাগর সঙ্গমে পুর্ণ স্নান করতে৷ অর্থ নেই কিন্তু ভক্তির ঘাটতি নেই এদের৷ তাদের বক্তব্য, এগিয়ে যাচ্ছি এগোতে থাকবো যত দিন বাচি৷