সিভিক পুলিশ গৃহ শিক্ষকের বিরুদ্ধে জোর পূর্বক ছাত্রী ধর্ষনের অভিযোগ

হট রিপোর্ট বাগদা ঃ
বাগদার কুলিয়া গ্রামে নাবালিকা ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করার অপরাধে গৃহ.শিক্ষককে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ৷ গত ৯ আগষ্ট ভূল উত্তর লেখার অজুহাতে অন্যআন্য ছাত্র ছাত্রীদের ছুটি দিলেও নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেনীর এই ছাত্রীটির ঘরের মধ্যে আটকে রেখে শাস্তি দেবার নাম করে দশ মিনিট যাবৎ উপর্যপুরী ধর্ষন করে গৃহ.শিক্ষক শুভংকর প্রামানিক(২৩)৷ ধর্ষন কালে নাবালিকার গুপ্তাঙ্গ থেকে বিরামহীন ভাবে রক্তক্ষরন হতে থাকলে গৃহ.শিক্ষক শুভংকর দ্র্রুত হেলেঞ্চার এক হাতুড়ে ডাক্তারের শরনাপন্ন হয়, কিন্তু তিনি রক্তক্ষরন বন্ধ করতে ব্যার্থ হন পরে সেখান থেকে বনগাঁ হাসপাতালে তারপর অতিরিক্ত রক্তক্ষরনে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থান্তরিত করা হয়৷ আরজিকর হাসপাতালে এসে নাবালিকার অতিরিক্ত রক্তক্ষরন বন্ধ হয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে৷
এ ব্যাপারে বাগদা থানার পুলিশ গৃহ.শিক্ষক ও সিভিক পুলিশ শুভংকর প্রামানিকের বিরুদ্ধে জোর পুর্ব্বক নাবালিকা ধর্ষনের মামলা রুজুকরে তদন্ত শুরু করেছেন৷
