সীমান্তে বৃক্ষ রোপন কর্মসূচী বি.এস.এফের

19/08/2015 16:19

হট নিউজ, বাগদা: ১৪ই আগষ্ট, ‘একটি গাছ একটি প্রান’ এই লক্ষ্য কে সামনে রেখে গত বছরের মত এ বছরেও ১নং ব্যাটলিয়ন তাদের এলাকা নারায়নপুর বিএসএফ ক্যাম্প থেকে মামাভাগিনা বিএসএফ ক্যাম্প অবধি প্রায় ২০কিলোমিটার এলাকা সকাল ১০টা থেকে ১০টা ৩০মিনিট অর্থ্যৎ মাত্র ৩০ মিনিটের মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছ মিলে মোট ২০০০টা চাঁরা রোপন করে। বাগদা ব্লকের অর্ন্তগত রণঘাট বিএসএফ ক্যাম্প এলাকায় বিএসএফের ১নং ব্যাটলিয়নের সিও কৃপাশংকর শুক্লা ১টা আম গাছের চাঁরা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন গত ১২ই আগষ্ট সকাল ১০টায়৷ এই বৃক্ষরোপন কর্মসূচীতে সিও কৃপাশংকর শুক্লার সাথে অংশ নিয়েছিলেন বনগাঁর এসডিপিও বিশ্বজিৎ মাহাতো, বাগদার কাষ্টমস্ অফিসার ঋষিকেশ গাইন, রনঘাটের অঞ্চল প্রধান মঞ্জুশ্রীদেবী, সমরজিৎ দাস, যমুনা সরকার, সমীর রায়, মধু মন্ডল, শুকদদেব বাগ, রাধারমন মন্ডল প্রমূখ। এই দিনে রণঘাট বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে ৬৫টি বনজ, ৮৫টি ফলজ ও ৫০টি অন্যআন্য(ঔষধি)গাছ মিলে মোট ২০০টি গাছের চাঁরা রোপন করা হয়। মামা ভাগিনা বিএসএফ ক্যাম্পে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ গ্রহন কারী বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বিএসএফের বৃক্ষরোপন অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, কিন্তু ফরেষ্ট বিভাগের দেওয়া ৬০০ চাঁরা ছিল বেশ ছোট, এগুলো আর একটু বড় হলে বিএসএফ জওয়ানদের পরিশ্রম সার্থক হতো।

         উল্লেখ্য, সিও কৃপাশংকর শুক্লা শারিরিক অসুস্থতার কারনে চিকিৎসাধীন থাকলেও তিনি অসুস্থতার ব্যাপারকে তুচ্ছ জ্ঞান করে নির্ধারিত দিনে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেওয়ায় উপস্থিত সভ্যবৃন্দ কত্তৃক কর্তব্যনিষ্ঠতার জন্য তিনি উচ্চ প্রশংসিত হন৷