সোনার বিস্কুট আটক বাগদায়

15/04/2014 18:52

হট রিপোর্ট বাগদা ঃ-    

বাগদা থানার মধুপুর বি.এস.এফ ক্যাম্পের জওয়ানরা আনুমানিক ১৫লক্ষ টাকা মুল্যের সোনার বিস্কুট আটক করেছে৷ জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ই এপ্রিল ১১টা.১৫মিনিটের সময় মধুপুর বিএসএফ ক্যাম্পের এ.এস.আই মুকুল চক্রবর্তী এবং জি.ব্রাঞ্চের সুনিল সিং ও সঞ্চয় সিং দুর থেকে দেখতে পান তাঁরকাটাঁর ওপাশ থেকে একজন বাংলাদেশী মহিলা এক টুকরো কাপড়ে জড়ানো কিছু একটা জিনিষ ছুঁড়ে দিচ্ছে এটা দেখা মাত্র ওৎ পেতে থাকা উক্ত জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌছে কাপড়ে পেচানো অবস্থায় ৪৭৫ গ্রাম ওজনের ২পিস সোনার বিস্কুট আটক করে৷ আসামী পালাতক৷