স্কুল ছাত্রের মৃত্যুতে মিছিল বাগদায়

30/06/2014 20:37

হট রিপোর্ট বাগদা ঃ-

              পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তিসংগত একাধিক দাবী-দাবার শ্লোগান ও শতাধিক ফেষ্টুন নিয়ে বাগদা উচ্চ-বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের এক মিছিল বাগদার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে গত ৩০শে জুন বাগদা বিডিও অফিসে পৌছে বিডিও সাহেবা শ্রীমতী মালবিকা খাটুয়া কে মৌখিক ভাবে স্কুলের দাবী গুলো জানানো হলে বিডিও সাহেবা দাবী গুলো লিখিত ভাবে জানালে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন৷ দাবী গুলো যথাক্রমে (১)স্কুলের দু’পাশে দুটি স্প্রীড ব্রেকার নির্মান৷(২) স্কুলের সামনে থেকে আড্ডারত বহিরাগতদের তাড়াতে সিভিক পুলিশ মোতায়েন৷(৩)রাস্তার পাশে বালি, কাঠ ফেলে যারা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন৷(৪)মোবাইল কানে চেপে যারা রাস্তা পারাপার বা বাইক চালাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন ইত্যাদি৷ গত ২৭শে জুন সকালে বাগদা হাইস্কুলে যাবার পথে ৮ম শ্রেনীর ছাত্র রাহূল নাগ কে এক মোটর বাইক ধাক্কা মারে পরে তাকে বাগদা হাসপাতালে, সেখান থেকে কলকাতা নেবার পথেই মারা যায়৷ ঐ দিনই ঘাতক মোটর বাইক সহ বাইক চালক একই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র গৌতম জয়ধর কে বাগদা থানা আটক করে৷