হনুমানের মৃত্যু বার্ষিকী পালিত বাগদায়

19/12/2013 19:24

উত্তম সাহা বাগদা ঃ-

                  প্রতি বছরের ন্যায় এ বছরেও বেশ ধুমধামের সাথে বাগদা নতুন বাজারে পালিত হলো হনুমানের মৃত্যু বার্ষিকী৷ দিবসটি উদযাপন উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর বাগদা নতুন বাজারের ব্যাবসায়ী বৃন্দ ও এলাকাবাসী গন ওই দিন সন্ধ্যায় দুর্ঘটনায় মৃত হনুমানের আত্মার শান্তি কামনায় নাম-সংকীর্ত্তন, রামায়ন গান ও খিচুড়ী ভোগের আয়োজন করেন এবং সারাদিন মাইকে প্রভু রাম চন্দ্রের লীলা, হনুমান চল্লিশা ও এ-সংক্রান্ত ভক্তি-গীতি প্রচার কর৷ এ উপলক্ষ্যে বাগদা নতুন বাজারে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়৷