হেলেঞ্চায় মাল্টি জীমের উদ্বোধন

03/01/2014 08:22

হট রিপোর্ট বাগদা ঃ-

                  উঃ২৪পরগনা জেলার বাগদা থানার দক্ষিন হেলেঞ্চায় বহু-প্রতীক্ষিত ডঃ বি আর আম্বেদকর জিমনেসিয়ামের শুভ উদ্বোধন হলো গত ৩রা জানুয়ারী৷ হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার রায়ের পৌরহিত্যে অনুষ্ঠঠিত সাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত চলা কালে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় লিফটিং ফেডারেশন সম্পাদক বাবুল পাত্রনবীশ, জিমনেশিয়াম ক্লাব পতাকা উত্তোলন করেন শিক্ষক রনজিত কুমার রায়৷ মোমবাতিতে অগ্নিসংযোগ করেন রাজ্য লিফটিং ফেডারেশন সম্পাদক দীনবন্ধু মিত্র, বাগদা বিধানসভার প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বর ও বাগদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অসিত কুমার দত্ত৷ মাল্টিজীম ক্লাবটির নামকরণ ডঃ বি আর আম্বেদকরের নামে হবার কারনে তাঁর প্রতিকৃতিতে মাল্য দান করেন বিশিষ্ঠ শিক্ষক নকুল চন্দ্র হীরা৷ মশালে অগ্নি সংযোগ করেন শিক্ষক অসিত কুমার দত্ত৷ অনুষ্ঠানে গঠন মূলক বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বর, বিশিষ্ঠ শিক্ষক নকুল চন্দ্র হীরা, জাতীয় লিফটিং ফেডারেশন সম্পাদক বাবুল পাত্রনবীশ, রাজ্য লিফটিং ফেডারেশন সম্পাদক দীনবন্ধু মিত্র প্রমুখ৷ অনুষ্ঠানে বিশিষ্ঠজনেদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষক অবনী ভূষন কাঞ্জিলাল, রমেন্দ্র নাথ বালা, মনিন্দ্র নাথ খান, চিত্তরঞ্জন বিশ্বাস, দীনবন্ধু দাস, সুশান্ত মজুমদার, সত্যেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ৷

               উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ডঃ বি আর আম্বেদকর জিমনেসিয়ামের সুযোগ্য সম্পাদক ও লিফটিং এ একাধিক জাতীয় পুরস্কারে খ্যাত সুনিল কুমার বনিককে উপস্থিত বিশিষ্ঠ জনেরা উত্তোরীয় পরিয়ে একাধিক পুরস্কার প্রদানের মাধ্যমে সংম্বর্দ্ধিত করেন৷ অনুষ্ঠানে অতিথি বরন ও মালা চন্দন পরিয়ে শোভা বর্ধন করেন অনিতা অধিকারী ও সুস্মীতা মণ্ডল৷