হেলেঞ্চায় সিপিএমের জনসভায় সূর্য্যকান্ত মিশ্র

10/12/2013 06:56

হটনিউজ বাগদা ঃ-

সি.পি.আই.(এম)উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে গত ২৮শে নভেম্বর বিকালে হেলেঞ্চা হাই স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়৷ সি.পি.আই.(এম)নেতা সঞ্জয় দত্তচৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলনেতা ডাঃ সুর্য্যকান্ত মিশ্র৷ জনসভায় বক্তা হিসাবে অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কান্তি বিশ্বাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত মিত্র, জেলা কমিটির সদস্য দুলাল মণ্ডল, সুনীল কর, স্বপ্না ঘোষ, পরিতোষ দত্ত, সুশান্ত চক্রবর্তী প্রমুখ৷ বক্তাগন দ্রব্য মুল্যের উর্ধ্বগতি, লাগামহীন দুর্নীতি, মিথ্যা মামলা, সারদা কেলেঙ্কারীর নায়কদদের সুরিক্ষিত সরকারী নিরাপত্তা দান, নির্লজ্জ দলবাজী, চাকরীর মিথ্যা ঘোষনা, চুড়ান্ত আর্থিক বিশৃঙ্খলা, বর্গাদার ও পাট্টাদারদের অধিকার হরন, নারী নির্যাতন, মোদী-তৃণমুল আঁতাত, নির্লজ্জ দলবাজী, দুই টাকা কেজি দরে পরিবার পিছু চাল/গম, সমস্ত বয়স্কদের জন্য পেনশন প্রকল্প, কৃষকদের ফসলের লাভজনক দাম ও কৃষি উৎপাদনে খরচ কমানো, সমস্ত যুবক-যুবতীদের কাজ, ক্ষেত মজুর ও অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, সমস্ত বার্ধক্য ও বিধবাদের ভাতা এবং কৃষি পেনশন প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান৷ প্রধান বক্তা পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলনেতা ডাঃ সুর্য্যকান্ত মিশ্র সারদা কেলেঙ্কারীর সিবিআই তদন্তের দাবী জানান৷ ডাঃ সুর্য্যকান্ত মিশ্র আলুর উপর নিয়ন্ত্রনের প্রতিবাদ করে বলেন ১১সাল থেকে বিজেপি ও কংগ্রসের হয়ে আপনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থাকা কালীন সময়ে সার, ডিজেল, পেট্রোল, চিনি ইত্যাদির উপর থেকে সরকারের নিয়ন্ত্রন তুলে নেন৷ তিনি তৃণমুল সরকারের উদ্দেশ্যে আরো বলেন, যেখানে বামফ্রন্ট সরকার এপিএল বিপিএলদের কে ২টাকা কেজি দরে চাল প্রদানের ব্যাবস্থা চালু করেছিল সেখানে তৃণমুল সরকার ছাল ছাড়ানো মুরগীর মাংস ১৫০টাকা কেজি দরে রাইটার্স বিল্ডিং থেকে বিক্রীর ব্যাবস্থা করেছে৷ ডাঃ মিশ্র নরেন্দ্র মোদীকে গান্ধী হত্যাকারীদের উত্তরসুরী বলে উল্লেখ করে বলেন, সেই মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হবার পর মমতা ব্যানার্জী তাঁর জন্য ফুলের মালা পাঠিয়েছিলেন এবং এখনও পর্যন্ত মোদীকে প্রশংসা করা অব্যহত রেখেছেন৷